মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ রাজনুল পিতা মোঃ মাসুদ রানার আকাঁ ছবি প্রধানমন্ত্রীর পবিত্র ঈদুল ফিতর ২০২৩ এর শুভেচ্ছা কার্ডে ব্যবহৃত হওয়ায় তাকে সম্মানী বাবদ একলাখ টাকার চেক প্রদান করায় মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০জুলাই শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে মোঃ রাজনুল এর হাতে প্রধানমন্ত্রীর সম্মানী বাদদ দেওয়া এক লাখ টাকার চেক তুলেদেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীসহ সংবাদকর্মী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এ বিষয়ে সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোছাঃ নিলুফার ইয়াসমিন বলেছেন, আগে বিশেষ চাহিদা সমপন্ন শিশুরা অবহেলিত ছিল। যখন থেকে প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সমপন্ন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে শিশুদের প্রতি অভিভাবকদের ধারনা পাল্টে গেছে। এখন অভিভাবকরা শিশুদের প্রতি অনেক যতœ বান হয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠত হওয়ার পর দক্ষ শিক্ষকদের সার্বিক সহযোগিতায় চিত্রাংকন এবং নুতে্যৃ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেতে সমক্ষম হয়েছি। মাননীয় প্রধান মন্ত্রী আপনি যেভাবে বিদ্যালয়টির প্রতি দৃষ্টি রেখেছেন তদ্রুপ বিদ্যালয়টির স্বাীকৃতি এবং এমপিও ভুক্তি ব্যবস্থা গ্রহন করবেন। আগামীতে সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আপনাকে ভাল কিছু উপহার দেবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামীম আজাদ সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে সারা বাংলাদেশের সকল সেক্টরকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, বাংলাদেশকে আধুনিক থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন সেই জায়গাতে সেতাবগঞ্জের প্রতিবন্ধীরা পিছিয়ে পড়ে থাকবে সেটা কোন মতে হতে পারেনা। আমরাও সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মাধ্যমে স্মার্ট প্রতিবন্ধী শিশু তৈরী করার চেষ্টা চালাবো। এজন্য বিদ্যালয় গুলিকে জাতীয় করণ এবং এমপিও ভুক্ত করা দরকার।