বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীতে উন্মুক্ত ভর্তির লটারি অনুষ্ঠিত হয়।
অাজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তেন উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রীদের সন্মুখে উন্মুক্ত ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামানান, স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন