মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে নবনির্বাচিত ইউপি সদস্যেদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যেদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,
হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন রিপা প্রমুখ।