দিনাজপুরে শীতার্ত অসহায় মানুষের জন্য উষ্ণ উপহার দিল মানবতার সংগঠন খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট।
দিনাজপুরের মানবতার সংগঠন ‘খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট ’ প্রতি বছরের ন্যায় আর্ত-মানবতার কল্যানে দিনাজপুরের শীতার্ত অসহায় মানুষের শীত নিবারনের জন্য উষ্ণ উপহার “কম্বল” প্রদান করেছে।
শনিবার শতবছরের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্ট এর আয়োজনে অসহায়-শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে খায়রুল আনামের পুত্র মোঃ জাকির এনাম বলেন, আমাদের ৫ভাই-বোনদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মানুষের কল্যাণে তাদের নামে ট্রাস্ট করে দিনাজপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সে স্বপ্ন গত দু বছর ধরে আমরা পূরণ করে যাচ্ছি। উল্লেখ্য খায়রুল আনাম দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপী, এফপিএবি, চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন, দৈনিক প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নর্দান প্রোপার্টিস, নর্দান প্লাজার স্বত্ত¦াধিকারী খায়রুল আনাম ও তার সহধর্মিনী জাহানারা বেগমের নামকরণে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে দিনাজপুরে।