পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলার ৪৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৫টি কেন্দ্রের কর্মীদের ডাটাবেইজ তৈরির কার্যক্রম শুরু করেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি নাঈমুজ্জামান মুক্তা। প্রাথমিকভাবে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরি করা হবে। ভবিষ্যতে এ সংখ্যা ৫০ হাজারে উন্নীত হবে। এখন চলছে ডাটাবেইজ তৈরির কাজ। ডাটাবেইজে একজন কর্মীর নাম, গ্রামের নাম, ভোটকেন্দ্রর নাম, জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর থাকবে। চলতি মাসেই এই ডাটাবেইজ তৈরি করা হবে। আগামী মাসে এসব কর্মীর প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে প্রচারণার কৌশল, কেন নৌকা মার্কায় ভোট দিবে তার স্বপক্ষে প্রচারণার কৌশল, ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য উদ্বুদ্ধকরণের কৌশল বিষয়ে ধারণা দেওয়া হবে। গত মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা সদর উপজেলার কাজীপাড়াস্থ তার নিজ বাসবভন চত্বরে সদর উপজেলার চাকলাহাট, কামাত কাজলদিঘী ও হাড়িভাসা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক কর্মীসভা এই উদ্যোগের কথা জানান। সভায় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসব সভায় তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অংশগ্রহণমূলক। কাজেই আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সময় আর হাতে বেশি নেই তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে।