বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে মাদক সেবনে মাতলামি করায় যুবকের ১ বছর কারাদন্ড

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৬, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন করে মাতলামি করার দায়ে সুমন নামে এক যুববকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেজাইল করিম এর ভ্রাম্যমান আদলত পরিচালনা করে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে। সুমন পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকার মৃত রস্তম আলীর ছেলে।
পীরগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলাম জানান, সুমন মাদক সেবন করে দুপুরে শহরের কলেজ বাজারে মাতলামি করছিল। এ সময় হাটের লোকজন থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সুমনকে বিকালেই ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত