চেয়ারম্যানের মৃত্যুতে দিনাজপুর জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী ২৪ অক্টোবর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) মরহুমের বিদেহী আত্মার অশেষ মাগফেরাত, পরপারে তাঁর পরম শান্তি এবং মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিন যেন তাঁকে জান্নাত উল ফেরদাউস নসীব করেন। মরহুমের মৃত্যুতে, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড,মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজন ও পরিবারের অসংখ্য ভক্ত অনুসারীদের প্রতিও জানিয়েছেন গভীর সমবেদনা।