শনিবার , ২ জুলাই ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ

১৯৭১-গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও যাদুঘর ট্রাস্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন এই কোর্স বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক নতুন তথ্য ও তত্তে¡র ভিত্তি হয়ে দাড়াচ্ছে। বাংলাদেশের গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করে তুলছে। ইতিহাসকে জনমুখী করে তোলার যে প্রয়াত সেটাই বাস্তবায়ীত হচ্ছে এই কোর্সের মাধ্যমে। প্রশিক্ষিত গবেষকরা ছড়িয়ে পড়ছেন কেন্দ্র থেকে দুর-দূরান্তে, কুড়িয়ে আনছেন এমনসব ইতিহাসক যা মূলধারার ইতিহাসক গ্রন্থে এতোদিন ছিলো অনুপস্থিত।
গত শুক্রবার দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মিলনায়তনে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সহযোগিতায় এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলন দিনাজপুর জেলা কমিটির সার্বিক তত্ত¡াবধানে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের নবম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন। গত প্রশিক্ষণের বিষয় নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছায়েদ আলী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা কমিটির সভাপতি ড. আব্দুস ছালাম, সাধারন সম্পাদক সাইফুদ্দিন এমরান, যুগ্ম সাধারন সম্পাদক আজহারুল আজাদ জুয়েল, সহ-জেলা কমিটির সদস্যবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চৌধুরী শহীদ কাদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও