শনিবার , ২০ মার্চ ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস, নিহত ১৩

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২০, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ

শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গিরিখাতে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। শনিবার দেশটির রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে পাসারা শহরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন।

শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়।
স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক অজিত রোহানা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত