বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে নির্মাণ কাজ করাকালীন এক শ্রমীকের মৃত্যু হয়েছে। ( ১২জানুয়ারি২০২২) বুধবার বেলা ১১টায়া কাহারোল উপজেলার গার্লস স্কুল সংলগ্ন মোঃ শহিদুল ইসলামের ঘর নির্মাণ কাজ করার সময় ৬নং রামচন্দ্রপুর ইউপি নয়াবাদ আসাম পাড়ার মোঃ ফজর আলীর ছেলে মোঃ দেলোয়র হোসেন(৩২) এক সন্তানের জনক ঘরের নির্মাণ কাজ করার সময় দেয়াল চাপায়া ঘটনাস্থলেই মৃত্যু হয়।