স্টাফ রিপোর্টার ঃ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড শনিবার সন্ধ্যায় জনগণের মাঝে তুলেধরলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।
১৪ অক্টোবর ধর্মগড় ইউনিয়নে নিভৃতপল্লী লক্ষীরহাট গ্রামে স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সোহেল রানা বলেন,সরকার বছরের প্রথমদিনে জানুয়ারী মাসে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিচ্ছেন। বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতা শতভাগ এ উপজেলায় সম্পন্ন করেছেন। রাস্তঘাট পাকা করণ, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন। ধর্মীয় শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করেছেন। তাছাড়া পদ্দা সেতু, মেট্রোরেলসহ অসংখ্য উন্নয়ন করেছেন আওয়ামীলীগ সরকার।
সভায় ইউনিয়ন সভাপতি মাইনুদ্দিন ইসলাম কাবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আরথান আলী, ইউনিয়ন আ’লীগ সাবেক সম্পাদক আকবর আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক জাকারিয়া হাবিব ডন, উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ,কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাইমুল, সম্পাদক মাসুদ রানা প্রমুখ।