মোঃ মজিবর রহমান শেখ,,
১২ জানুয়ারি বুধবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি’ হতে প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন – বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ সরকার, চেক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন । এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান- ফজলে রাব্বী রুবেল, দিলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চাটার্জী, শাহাবুদ্দিন মিয়া, সোহেল রানা, রফিকুল ইসলাম, মোহাম্মদ আকালু, আলহাজ্ব আকরাম আলী, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ জন ব্যক্তির প্রত্যেককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১৪,০০,০০০,/- (চোদ্দ লক্ষ) টাকা প্রদান করা হয়। ২৮ জন ব্যক্তিদের চিকিৎসা করে সুস্থ থাকার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই টাকা প্রদান করা হয় ।