রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আমজুয়ান নিবাসী সাবেক রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী’র মাতা তৈয়বা খাতুন(৮৫) ৭জুলাই সোমবার বাদ ফজরে অসুস্থ অবস্থায় নীজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল¬াহি-ওয়াইন্না—রাজিউন) অদ্য সকাল ১১:০০টায় এবি ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে আমজুয়ান গোরস্থানে মরহুমার লাশ সমাধিত করা হয়। মৃত্যু কালে তিনি এক কণ্যা চার পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে সকল আত্মীয় স্বজন ও পাড়া পড়শী গভীর ভাবে শোক প্রকাশ করেন।