খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ হাসান আলী পিভিএম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি চিত্তরঞ্জন রায়, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বীরগঞ্জ শাখার ম্যানেজার মোঃ হারুনুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হুসনেআরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ভিডিপি দলনেতা ও দলনেত্রীদের মাঝে সাইকেল, ছাতা ও বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।