রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৬, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: সরকারি স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আবাসিক এলাকায় গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার। খামারের বর্জ্যতে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার অভিযোগ উঠেছে। এতে দেখার কেউ নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান নিজেই এ খামার গড়ে তুলেছেন বলে জানা গেছে। সরকারি স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যদি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরেই গরু ও হাঁসের খামার গড়ে তুলে তাহলে চিকিৎসা সেবা ব্যাঘাত ঘটবে বলে সচেতনমহল মনে করেন।
সরকারি বিধি অনুযায়ী সরকারি কর্মচারী কোনো ব্যবসা করতে পারবেন না। আচরণ বিধিমালার ১৭(১) নম্বর ধারায় বলা আছে, ‘এই আইনের অন্য বিধান অনুসারে, কোনও সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনও ব্যবসায় জড়াতে পারবেন না। অথবা দায়িত্বের বাইরে অন্য কোনও কাজ কিংবা চাকরি নিতে পারবেন না। আবার বিধিমালার ১৭ (৩) নম্বর ধারায় বলা হয়েছে, ‘সরকারের পূর্ব অনুমোদন ছাড়া একজন সরকারি কর্মচারী তার এখতিয়ারভুক্ত এলাকায় নিজের পরিবারের কোনও সদস্যকে কোনও ধরনের ব্যবসায়িক কর্মকান্ডে যুক্ত করার বিষয়ে অনুমতি দিতে পারবেন না। অথচ হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান সরকারি স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরেই গড়ে তুলেছে গরু ও হাঁসের খামার।
গরু ও হাঁসের খামার করার সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম খান বলেন আমি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আবাসিক এলাকায় খামার করতে পারবো, আইনে কোন বিধি নিষেধ নেই। তাই গরু ও হাঁসের খামার গড়ে তুলেছি।
অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর ১৭ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া, সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে পারবেন না। অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না। পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী সন্তানরাও ব্যবসা করতে পারবেন।

হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল বলেন কোন চিকিৎসক যদি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গরু ও হাঁসের খামার গড়ে তুলেন তাহলে চিকিৎসা সেবায় সেই চিকিৎসকের মনোযোগ থাকবে না। সেই সাথে পরিবেশ দূষিত হবে বলে আমি মনে করি।
এবিষয়ে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এখন স্কুলের ছাত্র/ছাত্রীদের করোনার টিকা নিয়ে ব্যস্ত আছি। এক সপ্তাহ পরে ফোন দিয়েন এবিষয়ে কথা বলবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবরূপীর শাস্ত্রীয় সংগীতে মাসিক ¯্রােতার আসরে অনুরাধা শর্মার শাস্ত্রীয় সংগীত পরিবেশনে উপস্থিত ¯্রােতার মুগ্ধ হয়েছে

রাণীশংকৈল ডিগ্রি কলেজে ক্লাস নিলেন ‘ইউএনও’ স্টিভ কবির

দিনাজপুরে অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক একজন মায়েই পারে একটি সুন্দর জাতি উপহার দিতে

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় উন্নত জাতের ব্রি – ধান ৫১ এর উপর কৃষকের মাঠ দিবস

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

পীরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা- গ্রেফতার ১

দিনাজপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ক্ষণস্থায়ী লোকশিল্পে মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শিক্ষার্থীরাই-এমপি গোপাল

আশুড়ার বিল আর দু’পাশের বনের দৃশ্য দেখতে মাঝে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়