শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি ও শীতল হাওয়ায় তেঁতুলিয়ায় বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় দুদিন থেকে বৃষ্টি ও ঠান্ডা ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দুদিন ধরে দেখা নেই সূর্যের মুখ। এতে করে চরম দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদের সাধারণ মানুষ। আজ শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি পাতের পরিমান ১৬ মি.মি। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০৩ মি.মি.। তাপমাত্রা বাড়লেও হিমেল বাতাসে শীত ও বৃষ্টি দূর্ভোগ পোহাচ্ছে এ অঞ্চলের মানুষ।

শুক্রবার ভোর থেকে গুঁড়িগুড়ি বৃষ্টি চলমান রয়েছে শনিবার পর্যন্ত। আকাশে মেঘে জমে থাকায় দেখা মেলেনি সূর্যের মুখ। গত শুক্রবার সকালে ঝড়োহাওয়ার কারণে উপজেলার বেশ কয়েকটি এলাকায় ছোট ছোট গাছ ও গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের লাইনে পড়ায় বিদ্যুত সরবরাহ ছিল সন্ধ্যা পর্যন্ত। এতে করে একদিকে শীত, বৃষ্টি আর অন্যদিকে বিদ্যুতের সমস্যায় কারণে ত্রিমুখী দূর্ভোগ পোহাতে হচ্ছে সর্ব সাধারণের।

শনিবার সকাল থেকে বেশ কিছু এলাকায় খবর নিয়ে জানা যায়, গুঁড়িগুড়ি বৃষ্টি, শীতল হাওয়ায় নতুন করে বেড়েছে শীতের প্রকোপ। কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কনকনে শীত অনুভূত হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে কম বের হতে দেখা গেছে মানুষকে। কাজে যেতে পারেননি দিন মজুর, পাথর শ্রমিক, পাথর শ্রমিক। অফিস আদালতেও কম ছিল জন কোলাহল। শুক্রবার সন্ধ্যার পর শহরের হাটবাজারের জনকোলাহল জায়গাগুলো ফাঁকা হয়ে যায়।

সকালে কথা হয় ভ্যান চালক সাহেরুল ও আমির হোসেনের সাথে। তারা জানায়, বৃষ্টির কারণে শুক্রবার থেকেই ভ্যান চালাতে পারছেন না। দিনভর কারেন্ট না থাকায় কেউ কেউ ভ্যানে চার্জ দিতে না পারায় অনেকেই ঘরবন্দি হয়েই সময় কাটাতে হয়েছে পরিবারের সাথে। তবে দিন এনে যাদের জীবিকা, তাদের দু’দিন ধরে দূর্ভোগে পোহাতে হচ্ছে। অনেকেই কাজে যেতে না পারায় অর্ধাহারে কাটানোর কথা জানা গেছে।

এদিকে বৃষ্টির কারণে হাসপাতাল-ক্লিনিকগুলোতে রোগীদের ভিড় কম দেখা গেছে। তবে শীতের কারণে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাঁশির প্রকোপ দেখা গেছে। সেই সাথে অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগী বেড়েছে। চিকিৎসকরা মহামারী করোনার কারণে রোগীদের চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত শুক্রবার থেকেই বৃষ্টি, ঝড়ো হাওয়া বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃষ্টি পাতের পরিমান ১৬ মিলিমিটার। গত শুক্রবার রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাপ ছিল ০৩ মিলিমিটার। তবে আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে, রবিবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর বৃষ্টির হাওয়ার কারণে আগামীকাল রবিবার রাতের তাপমাত্রা কমবে ও দিনের তাপমাত্রা বাড়বে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা # ০৫/০২/২২

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠিত

বীরগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

বোচাগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জ জাতীয় উদ্যান মাকড়াই শালবনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের নাটক “রাজা অনুস্বারের পালা”

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন