রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুদিনের ব্যবধানে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। রবিবার সকাল ৯টায় ৬ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে দেখা যায় সূর্যের মুখ। তবে শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে উপজেলা। রাতে কমে যায় তাপমাত্রা। এতে করে ঘন কুয়াশা আর শীতের কাঁপুনিতে রাত হয়ে উঠে বরফের।

সকালে বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, দুদিনের বৃষ্টির পর স্বস্তি ফিরেছে জনপদের মানুষদের। হাঁড়কাপা শীত থাকলেও সূর্যের আলোয় রাঙা হয়ে উঠে সকাল। কাজে যেতে দেখা যায় পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। বৃষ্টির কারণে তারা ঘরবন্দি হয়ে পড়ায় অস্থির হয়ে উঠেছিলেন। নি¤œ আয়ের মানুষদের শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেই যেতে হয় কাজে। তাই দুদিনের বৃষ্টি তাদের জন্য চরম দূর্ভোগ হয়ে দাঁড়িয়েছিল।

সকালে কয়েকজন পাথর শ্রমিক ও চা শ্রমিকের সাথে কথা বললে তারা জানান, দুদিন পর সকালে সূর্যের মুখ দেখতে পেলাম। তাই সকাল সকাল কাজে বের হয়েছি। তবে আবার ঠান্ডাটা বেড়ে গেছে। কনকনে শীতে হাতপা অবশ হয়ে আসার অবস্থা। তবুও ভালো যে, বৃষ্টি নেই, ঘরবন্দিতে নেই। পরিবারের কথা ভেবেই কাজে যাচ্ছি, কাজ শেষে বাজার সদাই করে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। ভ্যান চালক আব্দুর রহিম জানান, দুদিন ধরে ভ্যান বাইতে (চালাতে) পারছি না। আজ ভ্যান নিয়ে বের হতে পেরেছি। আশা করছি কাস্টমার পাব।

হাসপাতাল-ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীদের ভিড়। জ্বর-সর্দি-কাঁশি ও অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীরা চিকিৎসার জন্য সকাল সকাল হাসপাতাল-ক্লিনিকগুলোতে ছুটে এসেছেন। চিকিৎসকরা মহামারী করোনার কারণে রোগীদের চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তাপমাত্রা আবার কমেছে। রবিবার সকাল ৯টায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে বলে জানান কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নাগরিক কমিটির সংবর্ধনায় নবনির্বাচিত এমপি ইকবালুর রহিম র্স্মাট বাংলাদেশ ও র্স্মাট সিটিজেন গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

বীরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

দুই ইউপি চেয়ারম্যানসহ ১৯নেতাসহ অজ্ঞাত নেতা-কর্মির নামে মামলা ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মিরা ঘরছাড়া

জিয়া হার্ট ফাউন্ডেশনে প্যাট্রন সদস্যদের প্রদত্ত অনুদানের ফলক উন্মোচন ও আইডি কার্ড হস্তান্তর

কাহারোলেপবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরিপালিত

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

আদালতে আত্মসমর্পণ করলে দিনাজপুর পৌর মেয়রকে কারাগারে প্রেরন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ