শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ইউপি চেয়ারম্যানসহ ১৯নেতাসহ অজ্ঞাত নেতা-কর্মির নামে মামলা ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মিরা ঘরছাড়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৩, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের লাগাতার অভিযানে গ্রেফতার এড়াতে ঘরছাড়া হয়ে পড়েছে বিএনপির নেতা-কর্মিরা। গত চারদিনের হরতাল-অবোরোধ কেন্দ্র করে দুই ইউনিয়ন চেয়ারম্যানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৯জন মীর্ষ নেতার নাম উল্লেখ্য করে অসংখ্যক অজ্ঞাত নেতা-কর্মির নামে মামলা দায়ের করেছে পুলিশ। বন্ধ হয়ে পড়েছে বিএনপির পাটি অফিস।
গত এক নভেম্বর রাতে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় এ মামলা দায়ের করেন ফুলবাড়ী থানার এসআই বদিউজ্জামান।
এ মামলায় আসামী করা হয়েছে ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম(৫৫) সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন (৫০), পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম(৫২), উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও নেতা শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম(৪৮), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল্যা মন্ডল (৫০), উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ (৪৮), সদস্য সচিব মাহবুবুর রহমান (৪২), উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মকলেছুর রহমান নবাব (৪৭), সদস্য সচিব আনোয়ারুল হক (৪০), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিবলি সাদিক, যুগ্ম আহবায়ক চঞ্চল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, শাহেদ ইসলাম, মাসুদ রানা, শিবনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ, শিবনগর ইউনিয়ন যুবদলের নেতা মেহেরাজ মজুমদার আকাশ, কাজিহাল ইউনিয়ন যুবদল নেতা আরাফাত মন্ডল, যুবদল নেতা মোঃ কিবরিয়া। এছাড়া অজ্ঞাত নামা আরো অনেকে। এদেও মধ্যে শিবনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ, শিবনগর ইউনিয়ন যুবদলের নেতা মেহেরাজ মজুমদার আকাশ, কাজিহাল ইউনিয়ন যুবদল নেতা আরাফাত মন্ডলকে আটক করেছে পুলিশ। এছাড়া ২৮ অক্টোবরের আগেই পুলিশের বিশেষ অভিযানে উপজেলঅ বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ও শিবনগর ইউনিয়ন যুবলের যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান সাজুকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
সরেজমিনে দেখা যায় শহরের নিমতলা মোড়ে পৌর বিএনপির পাটি অফিসটি বন্ধ, সেখানে কোন নেতা-কর্মিও দেখা পাওয়া যায়নি, একই অবস্থা বাসষ্টান্ডের উপজেলা পাটি অফিসটি, বিএনপির নেতা-কমিদের কাউকে দেখা মিলছেনা, তাদের অনেকের ব্যবহারীত ফোন গুলোও বন্ধ পাওয়া যায়।
দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি অভিযোগ করে বলেন বিরোধী দলের আন্দোলন বন্ধ করে সরকার এক তরফা নির্বাচন করার জন্য বিএনপির নেতা-কমির নামে মিথ্যা মামলা দায়ের করেছে । তিনি দাবী করে বলেন নেতা-কমিদের নামে মামলা দিয়ে হয়রানী করে আন্দোলন বন্ধ করা যাবেনা।
এদিকে বিএনপির এ অভিযোগ অস্বীকার করে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আসামীরা গত ২৯ অক্টোবর হরতাল ও ৩১ নভেম্বর অবোরোধ চলাকালে যানবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সরকার বিরোধী ¯েøাগান দেয় ও পুলিশের কাজ বাধা প্রদান করে দোকান ঘর ভাংচুর করে। এ কারনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

সারাদেশে করোনায় সর্বোচ্চ রেকর্ড ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৬৪

চিরিরবন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান

দিনাজপুরে পুজা উদযাপন পরিষদ, ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

ফারাহ্ দিবা শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত

মহিলা পরিষদের বৃক্ষ রোপণ কর্মসূচীতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত সাধ্য মতো গাছ লাগানো

পঞ্চগড় নৌকা ডুবির ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথ সভা

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে কাল প্রতিক বরাদ্দ মনোনয়ন প্রত্যাহার না করে অনড় আ’লীগের-৭ বিদ্রোহী বিএনপিতে-১