মোঃ মজিবর রহমান শেখ,,
বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রূল আনম ডোন এর সাথে বালিয়াডাঙ্গী থানার আয়োজনে ৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় থানার সাভিস ডেলিভারি কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা নব যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল আনম ডোনকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সাংবাদিক বৃন্দ স্থানীয় বর্তমান প্রেক্ষাপটে মাদক ও ছিনতাই রোধ সহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে অবগত করে এসব অপরাধমূলক কর্মকান্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান , এ সময় নবাগত ওসি মাদক,চুরি,ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও মাদক,ছিনতাই ও জোয়া সহ কোনো ধরনের অপরাধের সাথে তিনি কখনো আপোষ করবেন না বলেও জানান,
সভায় উপস্থিত সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন– বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সফিউল আলম, এন এম নুরুল ইসলাম, মোঃ দবিরুল ইসলাম, মোঃ আল মামুন জীবন, মোহাম্মদ উল্লাহ রায়হান , মোঃ দুলাল রব্বানী, মোঃ আব্দুস সবুর, মোঃ মিন্নাত আলী, মোঃ সুমন, মোঃ রুবেল হক, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আক্তারুল ইসলাম, রাণীসংকৈল প্রেস ক্লাবের সভাপতি- মোঃ মোবারক আলী, সাধারন সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রমূখ।
মতবিনিময় সভায় থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।