পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেড়’শ দুস্থ্য নারী পুরুষের মাঝে শুয়েটার বিতরণ করা হয়েছে। ঢাকার আই আর্ণ বিডি নামে একটি সংগঠন শনিবার সকালে পৌর শহরের আজাদ স্পোটিং ক্লাবের শহিদ স্মৃতি মঞ্চে এসব শুয়েটার বিতরণ করেন। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আজাদ স্পোটিং ক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে শুয়েরটা বিতরণী সভায় বক্তব্য দেন, সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর ওয়াসি মাহমুদ মনি, কো অর্ডিনেটর রাইসোনা আলম, আজাদ স্পোটিং ক্লাবের সহ সভাপতি আসাদুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন প্রমুখ। এ সময় স্থানীয় অন্যান্য সাংবাদিক সহ সুশীল গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।