মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের বরন ও সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা প্রমুখ। প্রথম অধিবেশনে ঐ ২০ ইউনিয়নের নবনির্বাচিত ২৪০ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার। পরে ঐ ২০ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।