পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন করছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতির পালন করছেন তারা।
সারাদেশের ন্যায় সোমবার সকাল থেকে একযোগে কর্মবিরতি পালন করছে তারা। এসময় তাদেরকে নানা শ্লোগান দিতে দেখা যায়।
এ সময় আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন হয়ে আসলেও এর কোন ফলাফল আসছে না।দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ,পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্যাতন-নিপীড়ন,শোষণ বন্ধসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নি¤œমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি হয়ে আসছে। এরকম বিভিন্ন প্রকার হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবী এসময় তুলে ধরেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আনোয়ার হোসেন, সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, চিরিরবন্দর জোনাল অফিসের বিলিং সুপারভাইজার জাহানারা বেগম প্রমুখ।