বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লস্করপুরে পাকা সড়কের একটি কালভার্ট ভেঙ্গে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এ ব্যাপারে ২৫ নভেম্বর ২০২০ ইং সরেজমিনে ভাঙ্গা এই কালভার্ট এলাকায় পৌছালে লস্করপুর গ্রামের মৃত -শহিদুল ইসলামের ছেলে সিদ্দিক ও স্থানীয়রাসহ পথচারিদের অনেকেই জানান, কালভার্টটি প্রায় ৬-৭ মাস আগেই ভেঙ্গে যাওয়ায় এই এলাকার মানুষের চলাচলের সমস্যায় ভূগছে, সেই সাথে এই স্থানে প্রায়শই বেড়ে চলেছে ছোট- বড় নানান দূর্ঘটনা। এলাকাবাসীরা আরো জানান, এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আজেদা ও ইউপি সদস্য ফুলকুমারের মাধ্যমে বারংবার ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মাকে অবগত করা হলেও কোনপ্রকারের পদক্ষেপ না নেওয়ার কারনে দূর্ঘটনা এড়াতে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে ভাঙ্গা যায়গা মেরামত করা হয়েছে। বর্তমানে এই কালভার্টটি মরনফাঁদে পরিনত হয়েছে। অন্যদিকে মাহানপুর বাজারে উপর মন্ডপের সামনের পাকা রাস্তা বিভিন্ন দোকান ও হোটেলের পঁচা পানিতে ডুবে থাকতে দেখা যায়। এছাড়া আরোও জানা যায়, উক্ত রাস্তার ২৫ মাইল মোড় থেকে মাহানপুর বাজার, মাহানপুর হতে লস্করপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের গ্রামিন রাস্তার ধারগুলিতে রোপনকৃত বৃক্ষ যেমন ইউকিলিপটাস, আম,কাঠাল,মিনজিরি, ইপিলইপিল সহ বিভিন্ন প্রজাতির গাছ অবৈধভাবে কর্তন করে বিক্রি করেছে এলাকারই একটি সংঘবদ্ধ চক্র। সবমিলিয়ে ব্যাপক অনিয়ম ও ভোগান্তিতে ভুগছেন মোহাম্মদপুরের সাধারন মানুষেরা। এ ব্যাপারে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার সাথে ২৫ নভেম্বর বিকেলে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায় এবং সাক্ষাত করা সম্ভব হয়নি।