রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় মা/অভিবাবকের সাথে আলোচা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন জানান- মা সমােেবশে দুটি দিক রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রথমতো শিশু শিক্ষার্থীরা শতভাগ বিদ্যালয়ে উপস্থিত হবে। দ্বিতীয়ত আলোচনার মধ্যমে শিশু শিক্ষার্থীর বাড়ির কাজের প্রতি মনোযোগী হয়ে শিশু বাসায় মায়ের যতেœ পড়া শুনা করবে। বিদ্যালয়,শিক্ষক ছাত্র অভিভাবকের সম¤œয়ে শিক্ষার গুনগত মান বাড়বে। এদিকে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনজুর আলম বলেন- শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশের ভুমিকা অপরিসীম। বিদ্যালয়ে মায়েদের আসা যাওয়ার মাধ্যমে শিশুর প্রতি কর্তব্যগুলো জানবে,শিশুর ইউনিক আইডি,শিশু উপবৃত্তি সহ প্রয়োজনীয় বিষয় বস্তু সম্পর্কে অবগত হবে। মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী জানায়- মা সমাবেশে শিশুদের খাবারের প্রতি বিশেষ ভাবে যতœ নিতে হবে, ফুটপাতের খাবার খাওয়ানো যাবে না , কমল পানীয় খাবার ইত্যাতি মা সচেতন হলে শিশু সচেতন হবে। এসময় উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ উদ্দিন, প্রধান শিক্ষক বাবর আলী, হায়দার আলী, মাসুদ, শিক্ষক, মোশারফ, আহসান হাবিব, জিয়াউর, লাভলী, সাবেরা কামাল, সামিমা নাছরিন, জাহেদা প্রমুখ।