সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ভাষা শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ।

সোমবার দুপুরে (২১ ফ্রেরুয়ারী)যুবলীগের ইতালি ও জাপান শাখার সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের চৌরঙ্গী হাটে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে যুবলীগের বিভিন্ন প্রয়াত নেতৃবৃন্দ ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

বক্তব্যে বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে কাজ করছেন। সবসময় তিনি জনগণের কল্যাণে কাজ করেন। একটা সময় জনগণ খুব ভয়ংকর পরিস্থিতির মধ্যে বসবাস করতো, কিন্তু আজকে শেখ হাসিনার জন্য জনগণ শান্তিতে বসবাস করছে। আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলে মিলে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, সদস্য কৌশিক নাহিয়ান নাবিক।

এছাড়াও বক্তব্য দেন, রংপুর মহানগর যুবলীগের সভাপতি বাশার, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদরের চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন প্রমুখ। এছাড়া জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।

আলোচনা সভা শেষে সদরের চিলারং ইউনিয়নের চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

দিনাজপুর নাট্য সমিতির উদ্যোগে প্রথম শিশু-কিশোর নাট্যৎসবে ‘ছুটি’ ‘প্রযুক্তি প্রজন্ম’ ও ‘খুকির শিক্ষা সফর’ শিশু নাটক মঞ্চস্থ

বালিয়াডাঙ্গীতে ইজাব রাবেয়া মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ৩৩৭জন দুস্থ’র মাঝে ঈদ উপহার বিতরণ…

পীরগঞ্জে LAMB- UNFPA- FRREI প্রকল্পের আওতায় গর্ভবতি দুস্থ্য অসহায় মা’দের পুষ্টি উপকরন সামগ্রী বিতরণ

দিনাজপুরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন

দিনাজপুরে প্রর্শিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত

দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা