সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল
ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।

কিন্তু বেলা ১২টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা গেছে, বেদিতে নিবেদন করা ফুল নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের পাপড়ি। কিশোর-কিশোরীরা জুতা-স্যান্ডেল পরে বেদিতে উঠে সেলফি তুলতে ব্যস্ত।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
হয়।

সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ০১মিনিটে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকালে ওই কলেজ মাঠে রাণীশংকৈল সংগীত বিদ্যালযের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী, শিশুদের রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

পরে একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, মহিলা কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক,
পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক নেতা-কর্মী, কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে একুশে ফেব্রুয়ারির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। উপস্থাপনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলগেটে শপথ নিলেন পীরগঞ্জের ইউপি সদস্য শাহজাহান আলী

বীরগঞ্জে আশ্রয়ন -২ প্রকল্প কাজের অগ্রগতির পরিদর্শনে ইউএনও আব্দুল কাদের

পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, দিনভর ঝলমলে রোদে স্বস্তি

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের সুরক্ষাসামগ্রী বিতরণ

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে হরিপুরে প্রতিবাদী সমাবেশ

অবহেলা আর অযত্নে বিলুপ্তির পথে হরিপুরের রাজবাড়িটি

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে দাবিতে র‍্যালি ও মানববন্ধন

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট উদ্ধার, আটক ২

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি আমজাদ সম্পাদক মোস্তাফিজুর