বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে ছিনতাইয়ের প্রস্তুতি কালে দেশীয় তৈরী ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, দিনাজপুর কোতয়ালী থানা এলাকার সুইহারী মাঝাডাঙ্গার আনিছুর রহমানের ছেলে ফজলে রাব্বি (২৭) এবং লালবাগ মহল্লার আতিয়ার রহমানের ছেলে মামনুর রশিদ মামুন (২৬)।
রবিবার সন্ধ্যায় বোচাগঞ্জ-দিনাজপুর সড়কে উপজেলার ৩নং ধামইড় ইউপি’র বাজনার তন্ময় ইটভাটার সামনে ছিনতাইয়ের প্রস্তুতি কালে বিরল থানা পুলিশের একটি টহলদল তাদের গ্রেফতার করে। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় তৈরী একটি অস্ত্র ধারালো ছোরা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও ১৫০ সিসি সিলভার খয়েরী রংগের সুজকি জিক্সার মোটর সাইকেল উদ্ধার করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ছিনাতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় বিরল থানায় একটি মামলা নং ১১(৭)২০২৩ রুজু করা হয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরোও ৪টি মামলা রয়েছে। এই ছিনাতকারীরা কোতয়ালী, বোচাগঞ্জ ও বিরল থানার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর ইজি বাইক ও সিএনজির মহিলা যাত্রীদের টাকা, মোবাইল, ভ্যানিটি ব্যাগ ও স্বর্ণালংকার মুহুর্তের মধ্যে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো। দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ’র বিশেষ নির্দেশনায় ছিনতাই প্রতিরোধকল্পে দিনাজপুর হতে বোচাগঞ্জগামী পাকা সড়কে মোটরাসাইকেল যোগে সন্ধ্যাকালীন টহল ডিউটি করাকালীণ বিরল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।