হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সারাদেশের ১৮ বছর বা তদুর্দ্ধ বয়সের জনগণকে করোনা ভাইরাসের ১ম ডোজ ক্যাম্পেইন এর মাধমে গণ টিকা প্রদান কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কালিগঞ্জ বাজার চত্ত্বরে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীকলা একাডেমীর শিল্পীরা।
এসময় হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, নিবার্হী অফিসার আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার (পীরগঞ্জ-সার্কেল) আহসান হাবীব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, হরিপুর থানার তদন্ত ওসি আমিরুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।