হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।
অণ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসার রাফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।