বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির সঞ্জীবনী, স্বাধীনতা সংগ্রামের বীজমন্ত্র। যে মন্ত্রে তদানীন্তন সাড়ে সাত কোটি বাঙালি নিজেরাই অস্ত্র হয়ে স্বাধীন করেছিল প্রিয় মাতৃভুমি। সেই মন্ত্র, সেই স্লোগান ‘জয় বাংলা’। আজকে জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান এর মর্যাদা দিয়েছে মহামান্য হাইকোর্ট। যা নিঃসন্দেহে জাতির একটি অমূল্য প্রাপ্তি। যারা বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে মূলত তারাই রাজাকার। বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই রাজাকারদের মুলোৎপাটন করতে হবে।‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্রনাথ গোবিন বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়,বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ আহমেদ, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা নিবেদিতা দাস,মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।