পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমূখ। শেষে চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুন্নবী চঞ্চল। এদিকে উপজেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন সহ নানা কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ দলীয় নেতা কর্মীরা।