মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৮, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। “নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলী শেষে বালিয়াডাঙ্গী উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা লেডিস্ ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক , বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সহ অন্যান্য কর্মকর্তা,সাংবাদিক এবং বিভিন্ন নারী সংগঠনের নারী কর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলি বেশি গুরুত্ব পায়। নারীদিবসের সংক্ষিপ্ত উতিহাস: ১৮৪৮ নিউইয়র্কে সর্বপ্রথম নারীদের অধিকার নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯০৮ নিউইয়র্কে সমমজুরির দাবিতে ধর্মঘট পালন করেন নারী বস্ত্র শ্রমিকরা। ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম নারী দিবস পালন করা হয়। ১৯১০ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সম্মেলন ও নারী দিবস পালিত হয়। ১৯১৭ সালে তৎকালিন সোভিয়েত ইউনিয়নে নারীরা ভোটাধিকার পাওয়ার ফলে ৮ মার্চ সেখানে জাতীয় ছুটির দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫সালে আন্তর্জাতিক নারী বর্ষ উপলক্ষে জাতিসংঘ দিবসটি প্রথম পালন করে। তারপর ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৮ মার্চকে নারী অধিকার ও বিশ্ব শান্তি দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে এদিবসটি পালন করে আসছে। ২০২২ সালের এবারের “নারীর সুস্বাস্থ্য ও কর্মজীবী নারী” জাগরণ নিয়ে বিশ্ব নারী দিবস উদযাপন করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি  পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পঞ্চগড়ে চারজন ভিক্ষুক পেলেন অটো ভ্যান ও মুদি দোকান

বিরলে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ

নড়ছে না কাতার এয়ারওয়েজ, ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ

বালিয়াডাঙ্গীতে একাদশ স্কাউট সমাবেশ

আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডাকবাংলোর নতুন ভবনের শুভ উদ্বোধন করেন–দবিরুল ইসলাম এমপি,

বিরলে বিশেষ অভি-যান চালিয়ে ফেন-সিডিল উ-দ্ধার

জিয়া হার্ট ফাউন্ডেশনে প্যাট্রন সদস্যদের প্রদত্ত অনুদানের ফলক উন্মোচন ও আইডি কার্ড হস্তান্তর