মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাও জেলা আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হারেস উদ্দিন এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু মুসা। ১৬ মার্চ বুধবার ঠাকুরগাঁও জেলা আইনজীবী সহকারী সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সন্ধায় ফলাফল ঘোষণা করা হয়।
ভোটে সমিতির ২১৩ জন ভোটারের মধ্যে অংশগ্রহন করেন ২০২ জন এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী সহকারী শাহ আলম। সমিতির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি তীরেন্দ্র নাথ বর্মন, সহ সাধারন সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ আফাজ উদ্দিন,দপ্তর সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, সাধারন সম্পাদক আখতারুজ্জামান, গোবিন্দ রায়, সুমন হক, আ: করিম।