বুধবার , ২৩ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৩, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রকৌশলী সাব্বিরুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলজিইডির প্রকৌশলী কার্যালয়ের উপজেলা প্রকৌশলী কে.এম সাব্বিরুল ইসলামের প্রকাশ্যে ধূমপানের চিত্র ক্যামেরাবন্দি করা হয়।

রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাও ও ৪নং লেহেম্বা ইউনিয়নের মাঝে ব্রহ্মপুরে মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো নিয়ে একটি সংবাদের জন্য ওই প্রকৌশলীর কাছে বক্তব্য নিতে গেলে দেখা যায়,অফিসেন চেয়ারের মধ্যে বসেই ধুমপান করছেন তিনি। এরপর তার কাছে সেই সংবাদের বিষয়ে বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে চান না। পরে মোবাইল ফোনে প্রকৌশলীকে ধুমপানের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বলে উঠেন আপনি প্রধানমন্ত্রীর কাছে আমার নামে বিচার দিতে পাড়েন।

এদিকে অফিসে বসে উপজেলা প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলের মধ্যে।

যানা যায়,চলতি বছরের ১৬ ফেব্রয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলজিইডির প্রকৌশলী কার্যালয়ে উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কে.এম সাব্বিরুল ইসলাম। এর আগে তিনি গড়ের জেলা পরিষদে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর সংশোধনী ২০১৩ সালের আইনে স্পষ্টভাবে বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্বশাসিত অফিস ও বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবনসহ পাবলিক প্লেসে ধূমপান করা দন্ডনীয় অপরাধ। এই অপরাধ করলে তিনশত টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে দন্ডের দ্বিগুন হারে দন্ডনীয় হবেন।

রাণীশংকৈল উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী কে.এম সাব্বিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধূমপান করার বিষয়টি আপনি প্রধানমন্ত্রীকে নাশিল করেন। আমি ইতোমধ্যে যেসব স্যারের সাথে কাজ করে এসেছি তাদের সাথেও ধূমপান করেছি। তারা ডিসি পর্যায়ের লোক ছিল। আমি তো তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি ধূমপান করার। আমি তো আর বাইরে গিয়ে সিগারেট খাচ্ছি না, অফিসে বসেই সিগারেট খাচ্ছি তাই না।

রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, অফিসে বসে ধূমপান করার সুযোগ নেই, অবশ্যই এটি দন্ডনীয় অপরাধ। আপনাদের মাধ্যমে বিষয়টি আমি জানতে পারলাম। অবশ্যই এ বিষয়ে এলজিইডির দপ্তরে লিখিতভাবে জানানো হবে সেই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

দিনাজপুরে চপ বানাতে গিয়ে বেগুনের ভিতর আল্লাহর নাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মান্ধদের প্রতিহত করতে হবে- এমপি গোপাল

খানসামার এক বিদ্যালয়ে এসএসসিতে পাশ করেনি কেউ

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন

নুরের নতুন দলের আত্মপ্রকাশ, নাম ‘গণ অধিকার পরিষদ’

বাপের বাড়ি যাওয়া হলো না গৃহবধু লবানীর

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সরকার বাংলাদেশকে একটি বর্বর, অসভ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে —মির্জা ফখরুল

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফদের পদায়ন দাবিতে দিনাজপুরে স্মারকলিপি