শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিদন্দিতায় নেমে আলোড়ন সৃষ্টি করেছেন ৯নং ওয়াড (নির্বাচনী এলাকা ফুলবাড়ী উপজেলা) সদস্যপদ প্রার্থী জৈষ্ঠ প্রভাষক সাংবাদিক আবু শহীদ।
সাংবাদিক জৈষ্ঠ প্রভাষক আবু শহীদ আসন্ন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত ৯নং ওয়াডে সদস্যপদে বৈদ্যুতিক পাখা (ফ্যান) মার্কা নিয়ে প্রতিদন্দিতা করছেন।
এদিকে সাংবাদিক প্রভাষক আবু শহীদ নির্বাচনে প্রার্থী হওয়ার সাথে সাথে, নির্বাচনের ফলাফল নিয়ে সারা এলাকা জুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষন শুরু হয়েছে শহরের হোটেল রেস্তরাসহ বিভিন্ন রাজনৈতিক মহলে। এতদিন নির্বাচনে কেবলমাত্র রাজনৈতিক নেতা-কমিরা প্রতিদন্দিতা করলেও, সেই প্রথা ভেঙ্গে নির্বাচনের মাঠে নেমেছেন দৈনিক ইনকিলাবের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জৈষ্ঠ প্রভাষক আবু শহীদ। তিনি একাধারে একজন শিক্ষক ও সাংবাদিক, সুধী মহলে রয়েছে তার একটি বাড়তি গ্রহনযোগ্যতা।
জৈষ্ঠ প্রভাষক আবু শহীদ বলেন সমাজে জনপ্রতিনিধিদের নিয়ে নেতিবাচক আলোচনা রয়েছে, কিন্তু দিন শেষে জনপ্রতিনিধিরা এসমাজ ও রাষ্ট্র পরিচালনা করে তাই সমাজের এই নেতিবাচক ধারনার পরিবর্তন করতে তিনি নির্বাচনে এসেছেন। তিনি বলেন জনপ্রতিনিধিত্ব করতে সমাজের শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে।
প্রভাষক আবু শহীদ বলেন এ নির্বাচনে ভোট দিবেন জনপ্রতিনিধিগণ, জনপ্রতিনিধিগণেরা সমাজের সম্মানীত মানুষ, তারা নিশ্চয় একজন শিক্ষত মানুষকে ভোট দিয়ে প্রতিনিধিত্ব দিবেন, গণসংযোগ করতে গিয়েও তিনি ভোটারদের মধ্যে আগ্রহ দেখতে পেয়েছেন, একারনে তিনি জয়ের জন্য আশাবাদি।
অপরদিকে সাংবাদিক প্রভাষক আবু শহীদের সাথে একই পদে প্রতিদন্দিতা করছেন সেচ্ছাবেক লীগ নেতা শফিকুল ইসলাম বাবু ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মশিউর রহমান। এছাড়া সদস্য সাবেক জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান ও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম সদস্য পদে মনোনয়ন দাখিল করলেও, একই দলের একাধিক প্রার্থী হওয়ায়, তারা দু’জনে নিজ নিজ অসুবিধার কথা উল্লেখ করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন, ফলে ভোটের মাঠে প্রতিদন্দিতা করছেন তিন জন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহন।
এদিকে ২০১৬ সালে দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হলেও, এবারে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তিনজন। তারা হলেন, জেলা জাতীয় পাটির সভাপতি ও জাতীয় পাটির কেন্দ্রিয় সহ-সভাপতি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধীকারী দেলওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদস্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও জেলা আওয়ামীলীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী। একারনে চেয়ারম্যান পদে বাঘে-সিংহে লড়াইন হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্ভোধন

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

দিনাজপুরে মানবিক সাহায্য সংস্থার নতুন শাখা উদ্বোধন \ ৩ জন উদ্যোক্তার মাঝে ৫ লক্ষ টাকা করে ঋণ বিতরণ

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

​বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, সংসদে বিল

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ অভিষেক

চিরিরবন্দরে চলন্ত ট্রেন থেকে মাথা বের করে প্রাণ গেল কলেজ ছাত্রের

আবারও হরিপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

আজ ৮মে মোজা না পরার দিন

টানা ৯দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি