বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৪, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বুধবার (২৩ মার্চ ২০২২) সন্ধায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে কালীমেলা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কালীমেলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবীর বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক, পলাশবাড়ী ইউনিয়নের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম শাহ। মাদকের ব্যাপারে এমপি গোপাল বলেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জনের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে। মাদক শুধু এককভাবে সেবনকারীকে ধ্বংস করে না, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে দেয়। এ জন্য অবশ্যই মাদক থেকে বিরত থাকতে হবে।এমপি গোপাল বলেন, স্কুলে কোন শিক্ষার্থীকে যাতে মোবাইল ব্যবহার করতে না পারে সে জন্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন এমপি গোপাল। শুধু তাই নয়, ক্লাস চলাকালীন শিক্ষকদেরও মোবাইল বন্ধ রাখার জন্য বলেন তিনি। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালীমেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টলিন চন্দ্র রায়।এর আগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন এমপি গোপাল।
বিকাশ ঘোষ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাঁচে থাকিতে মুই কি আর বয়স্ক ভাতা পাম বাহে!

হরিপুরে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

নৌ পরিবহন প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে আর্থিক সহয়তা শতবর্ষী ভিক্ষুক আকবর আলীর

বাংলা স্কুলে অভিভাবকদের সাথে মত বিনিময়কালে দিনাজপুর পৌর মেয়র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই তিন সমন্বয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন সম্ভব

বীরগঞ্জে দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা- আহত-২

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক কার্যালয়ে সামনে কেক কেটে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ভালো দাম খুশি কৃষক

বীরগঞ্জে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত