রবিবার , ২৭ মার্চ ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৭, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তারা ক্ষমতাসীন দলের বড় মাপের নেতা দাবী করে এলাকায় বিভিন্ন অজুহাতে চাঁদা আদায়, চাকুরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, জাল সার্টিফিকেট ব্যবসা, পুলিশ সেজে সাধারণ মানুষকে হয়রানি করা সহ নানা অপকর্মের সাথে জড়িত বলে দাবী করেছেন উপজেলার বৈরচুনা ইউনিয়নের বাসিন্দারা। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব দাবী জানিয়েছেন ভূক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ইউনিয়নবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈরচুনা গ্রামের কছিম উদ্দীনের ছেলে আব্দুল কাফি। তিনি বলেন, উপজেলার বৈরচুনা ইউনিয়নের শল্যাপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে আরিফুজ্জামান সুমন ও একই এলাকার জিন্নাতুল আলম আলমের ছেলে বদিউজ্জামান জাহাঙ্গীর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তারা ওই ইউনিয়নের সহজ সরল মানুষদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে নানা অপকর্ম চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। কখনো কখনো ক্ষমতাসীন দলের বড় মাপের নেতা দাবী করে এলাকায় বিভিন্ন অজুহাতে চাঁদা তুলছেন তারা। চাঁদা না পেলে নিরীহ মানুষকে মারপিট সহ তাদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছেন। এর আগে হ্যারিকেন, সেবা, ফিউচার প্লান,সেফ লিমিটেড নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে এলাকার বেকারদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কিছু দিনের মধ্যে ঐসব ভুয়া প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দিয়ে অনেককে পথে বসিয়েছেন। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ঐ দুই ব্যক্তি কিছু দিন আগে তার চাচাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। আইনুল হক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিসংতা মামলায় পুলিশের ভয় দেখিয়ে এলাকার সহজ সরল লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরত চাইতে গেলে ভবানীপুর গ্রামের আব্দুল মালেককে উল্টো মামলা দিয়ে হয়রানি করেছেন। বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের দলিল উদ্দীনকে মিথ্যা মামলায় জেল হাজত খাটিয়েছেন। তারা এর আগে মাদক ও প্রতারণার মামলায় একাধিকবার গ্রেফতার হয়ে জেলে যায় কিন্তু জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবারো নানা অপকর্ম চালিয়ে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেন।
এ বিষয়ে বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে নানা ধরণের অভিযোগের কথা তিনিও শুনেছেন। অনেকই তার কাছে বলেছেন। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
এ বিষয়ে আরিফুজ্জামান সুমন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
বদিউজ্জামান জাহাঙ্গীর বলেন, জমি নিয়ে এলাকার কয়েক জনের সাথে বিরোধ থাকায় তারা তার বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা অভিযোগ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

দেশ আলোড়িত সেই ইয়াসমিন ট্রাজেডি আজ বৃহস্পতিবার

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ঋনখেলাপী থাকায় কাউন্সিল’র প্রার্থীতা বাতিল!

পীরগঞ্জে ৩০ জনের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

পীরগঞ্জে ৩০ জনের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন — নৌকা- ১ স্বতন্ত্র–১

দিনাজপুর বিএডিসি হতে প্রণোদনার মেয়াদ উত্তীর্ণ বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে অসহনীয় লোডসেডিং ও বিদ্যুৎ খাতে দূর্নীতির প্রতিবাদে জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

বোদায় মরিচ চাষে বাম্পার ফলন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার