পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আদর্শের কর্মীরা। শনিবার সন্ধায় শহরের পশ্চিম চৌরাস্তার সাদিয়া মার্কেট চত্বরে প্রবীন আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলী মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আখতারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা আব্দুস সালাম সরকার প্রমুখ। এতে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।