শুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে নির্মানের ১ বছরেই গুড নেইবারস স্কুলে ফাটল আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নে এনজিও সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক নির্মিত আশা বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন প্রতিষ্ঠার ১ বছরের মধ্যে ভবনের বিভিন্ন অংশে একাধিক ফাটল দেখা দিয়েছে। এতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগন আতঙ্কিত হয়ে আছেন।
জানা গেছে, গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি একটি আধুনিক স্কুল নির্মানের জন্য বিভিন্ন পত্রিকায় দরপত্র আহবান করে। দিনাজপুরের বিদ্যুৎ এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ টাকার চুক্তিতে বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের খানপুর গ্রামে আশা বালিকা উচ্চ বিদ্যালয় নির্মানের কাজ শুরু করেন ২০২০ সালে।
সংশ্লিষ্ট ঠিকাদার বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মান কাজ শেষ করে ২০২১ সালের মাঝামাঝি সময়ে গুড নেইবারস্ এর নিকট স্কুল ভবন হস্তান্তর করেন। যথারিতি স্কুলটি শিক্ষার্থী ভর্তির পাশাপাশি পাঠদান শুরু করে ।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে স্কুলে গিয়ে স্কুলের দ্বিতল ভবনের সামনে ও পিছনে একাধিক জায়গায় ফাটল দেখা যায়। যা নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগন আতংকিত বোধ করছেন। স্কুল ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ কামালউদ্দিন লাভলু জানান, নির্মান কাজ করার সময় গুড নেইবারস্ তাদের নিজম্ব প্রকৌশলী নিয়োগ দিয়ে কাজ তদারকি করেছেন। সে সময় নিম্ন মানের ইট ও খোয়ার বিষয়ে আমরা অভিযোগ করলেও তাতে কোন কাজ হয়নি। এমনকি দ্রুত কাজ শেষ করার ২/১ মাসের মধ্যে ভবনের জামানতের টাকা ঠিকাদার প্রতিষ্ঠানকে ফেরত দেওয়া হয়। ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়ায় আমরা আতংকিত বোধ করছি। স্কুলের সভাপতি মোছাঃ মাহফুজা বেগমকে তার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যপারে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার বিপুল রেমা জানান, ঠিকাদারের প্রতিনিধি শাহজালাল বাবু এর সাথে কথা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা ফাটলের মেরামত করবেন। এব্যাপারে ঐ ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সাংবাদিকদের জানান, গুড নেইবারস্ কর্তৃপক্ষ দ্বিতল স্কুল ভবনটি নির্মান কাজে তড়িঘড়ি করায় আমরা ভবন নির্মান কাজে পর্যাপ্ত সময় পায়নি। এজন্য উক্ত ফাটল দেখা দিতে পারে। তবে এটা তেমন কোন ঝুকিপূর্ন নয় আমরা যতদ্রুত সম্ভব মেরামত করে দিব। এলাকাবাসীর অভিযোগ নিম্ন মানের সিমেন্ট, ইট ও পর্যাপ্ত কিউরিং (পানি) ব্যবহার না করায় অল্প সময়ে ভবনের ভিতর ও বাহিরে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে-

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত