দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন কাঞ্চন ব্রীজের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস টাপেন্টাডল ও ৬০০ পিস ও-মরফোন ট্যাবলেট সহ বাবলু @ বুল্লা (৩৩), নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর। তার বাড়ি কোতোয়ালী থানার পশ্চিম বালুয়াডাঙ্গা (নতুনপাড়া) এলাকা। র্যাব-১৩ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।