পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্য বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আখ্তারুল ইসলাম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাকসুসা।