নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় আজাহারুল ইসলাম রাজা (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) গোপালগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দিনাজপুরের বীরগঞ্জ গোবিন্দপাড়া শিবরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব- ১৩ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এক গৃহবধু (২৪) গ্রামের রাস্তা দিয়ে পায়ে হেটে বাড়ী আসার সময় ভিকটিমের মুখ চেপে ধরেপাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে রাজা। এতে গৃহবধূ চিৎকার চেঁচামেচি শুরু করলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আজাহারুল ইসলামর াজা(৩৫) শুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং র্যাব-১৩, দিনাজপুরে একটি অভিযোগ দায়ের করেন। র্যাব-১৩, দিনাজপুর দ্রæত ঘটনার তদন্তে নামে এবং আসামীকে গ্রেফতারের লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করে, কিন্তু ধর্ষক শুকৌশলে বার বার তার স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াতে থাকে। অবশেষে বিশেষ পদ্ধতি অবলম্বন করে র্যাব-১৩, দিনাজপুরের একটি চৌকস্ আভিযানিক দল গত বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) রাতে দিনাজপুর জেলার সদর উপজেলার গোপালগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী আজাহারুল ইসলাম রাজা (৩৫), গ্রেফতার করতে সক্ষম হয়।