বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ৯৫টি দুর্গামন্ডপে ৫০০ কেজি চালের ডিও লেটার বিতরণ করলেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে দুযোর্গ ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে রেলপথমন্ত্রী প্রতিটি দুর্গামন্ডপের সভাপতি/সম্পাদকের হাতে চালের ডিও লেটার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে ডিও লেটার প্রদান উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক রাজা রাজিব ঘোষ প্রমুখ।