বুড়িগঙ্গা নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এর ভূমিকা রাখায়,জাতীয় সংসদে প্রশংসা পেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সাহসিকতার সঙ্গে অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর জমি সরকারের দখলে নিয়ে আসায় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা তাঁকে ধন্যবাদ জানান। আজ সোমবার ৪ এপ্রিল সংসদে মংলা বন্দর কর্তৃপক্ষ বিল পাসে সময় বিলটি নিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টি ও বিএনপির এমপিরা,বিলের প্রস্তাবের ওপর আলোচনা কালে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু বলেন-নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করেছেন সাহসিকতার সঙ্গে। বুড়িগঙ্গা নদী যারা দখল করেছিল তাদের মধ্যে সরকারি দলের অনেকে ছিল, তিনি তাদের সবকিছু উপেক্ষা করে দখল মুক্ত করেছেন, অনেক স্থাপনা ভেঙ্গে ফেলে সরকারের আয়ত্তে এনেছেন তিনি বলেন,আমরা শুধু সমালোচনা করি না ভালো কাজের জন্য ধন্যবাদ দেই,এজন্য বুড়িগঙ্গা দখলমুক্ত করতে তাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন।জাতীয় পার্টির পীর ফজলুল রহমান বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারের অত্যান্ত সাহসের পরিচয় দিয়েছেন।সততার সাথে তিনি অনেক প্রভাবশালীদের বিরুদ্ধে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান করেছেন।
জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারী বলেন গত ১৩ বছরে ২৬ টি ঈদ হয়েছে, আমরা যারা সড়ক রেল ও আকাশ পথে বাড়ি গিয়েছি কয়েকগুণ বেশি ভাড়া দিয়েছি,এবং যানজটে পড়েছি,বিকল্প সমাধান হিসেবে অন্য চ্যানেল তৈরি করা বর্তমান প্রতিমন্ত্রী অনেকগুলো চ্যানেল বের করেছেন উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন। এজন্য তিনি নৌ প্রতিমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমরাও বিরল বোচাগঞ্জ বাসি এরকম একজন নেতা পেয়ে গর্বিত বোধ করছি।।