বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি # দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ৩নং ওয়াড়র্ের ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলাম দ্বিতীয় বারের বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তার প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। গত ০৫/০৪/২০২২ ইং তারিখে মুর্শিদপুর গ্রামের মোঃ শরিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ও সাইফুলের স্ত্রী জোসনা বেগমকে দিয়ে ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন জাতীয় সংসদ সদস্য দিনাজপুর -১, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ কাহারোল , উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। অভিযোগে জাহানারা উল্লেখ করেন সরকারি ঘর দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা ও জোসনা ১১ হাজার টাকা দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার সকালে সরেজমিনে তদন্ত করতে যান ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ । কিন্তু দুঃখের বিষয় তদন্ত কালর কোন স্বাক্ষী খুঁজে পাযনি তদন্তকারী কর্মকর্তা । সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কু-চক্র মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এলাকাবাসী জানান ইউপি সদস্য ভালো বলে সাধারণ ভোটাররা দ্বিতীয় বার তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এলাকাবাসী এ ধরনের ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।