শনিবার সকালে দিনাজপুরের মির্জাপুর এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি ল্যান্ড স্কুল দিনাজপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-সচিব ও দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। হলি ল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ল্যান্ড কলেজের পরিচালক সৈয়দ সগির আহমেদ, পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকন, হলি ল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমূখ।