বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: জামায়াত বিএনপি ও হেফাজতে ইসলাম এর চক্রের ধবংসাত্মক তাÐবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী যুবলীগ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাবুল। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি করিমুল হক চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার সরকার, জেলা পরিষদের সদস্য ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবু, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম আসলাম সহ পৌর শাখা, উপজেলার ১১টি ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।