মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী
মসজিদ-মাদ্রাসাসহ এলাকার উন্নয়নে ছুটে
বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) পবিত্র মাহে রমজান মাসে অসুস্থ্য শরীর নিয়ে এলাকার মসজিদ নির্মাণ কাজ তদারকী, মাদ্রাসা এবং এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
বিশিষ্ট দানবীর মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী সাবেক এমএনএ মরহুম নুরুল হুদা চৌধুরীর বড় পুত্র এবং মুন্সিপাড়া লিলি মোড় সংলগ্ন রাজারামপুর হাউজ এর একজন বাসিন্দা। তিনি ইতিমধ্যে জাফরপুর ব্রীজ, খয়েরবাড়ী ব্রীজ, ফুলবাড়ী ব্রীজসহ এলাকার উন্নয়নে কালভার্ড, রাস্তাঘাট, বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ঠ অবদান রাখার জন্য এলাকার মানুষ তাকে ব্রীজ মাস্টার উপাধী দিয়েছিল। তিনি একজন সাহিত্য মনা ও বিদ্যুৎসাহী হওয়ার কারণে ফুলবাড়ী ডিগ্রী কলেজ সরকারি হয়েছে এবং অনার্স বিভাগও তার অবদানে ছাত্ররা আজ সুফল ভোগ করছে। সাহিত্য বিভাগের পক্ষ থেকে তিনি ইতিপূর্বে সম্মাননা পেয়েছেন। তিনি অসহায়, গরিব, দরিদ্র মানুষের চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখতে গিয়ে চক্ষু শিবির এবং শিক্ষা ক্ষেত্রে অসহায়, মেধাবী ছাত্রীকে আর্থিক সহায়তাসহ মসজিদ, মাদ্রাসার উন্নয়নে কাজ করে চলেছেন।