বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এর পক্ষ থেকে মঙ্গলবার বিকালে বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খেলোয়াড়দের মাঝে ফুটবল খেলার সামগ্রী ও ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ-আল-সাঈদের প্রজেক্ট “Journey to Equal Rights” এর অংশ হিসেবে বীরগঞ্জের পাল্টাপুর বাছাড়গ্রাম, সাদুল্লাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তরুণ-তরুণীদের দক্ষ খেলোয়াড় তৈরিতে ফুটবল খেলার সামগ্রী(গোলকিপার,হ্যান্ডগ্লাভস, ফুটবল ফাস্ট এইড) কিট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইব্রাহিম মেডিকেল কলেজ, বারডেম এর শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রী। ইমরান হোসেন বলেন, “খেলাধুলার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সাথে আলোচনার পরিবেশ সৃষ্টি করা ও তাদের সমস্যাগুলো তুলে ধরাই এই প্রজেক্টের এর লক্ষ্য”।
খুব দ্রুতই প্রায় ২৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তরুণের মাঝে বুট, মোজা, শিনগার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রজেক্টের দায়িত্ব থাকা ব্যক্তিরা।