বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১১, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ

ডিজেল কেরোসিন প্রেট্রোল ও অকটেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের জাতীয় পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য কমিয়ে আনাসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়েছেন তারা।
এসময় জাতীয় পার্টি জোটে নাই, রাজপথ ছাড়িনাই। ভোট চোরের গতিতে আগুন জ্বালো এক সাথে, দিনের ভোট রাতে কেন শেখ হাসিনা জবাব চাই, দ্রব্যমূল্য বাড়লৈা কেন শেখ হাসিনা জবাব চাইসহ বিভিন্ন্ শ্লোগান দেন নেতাকর্মীরা।
গতকাল বুধবার সকাল ১১টায় দিনাজপুর শহরের লিলি মোড় এবং বীরগঞ্জের বিজয় চত্বরে জাতীয় পার্টির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে কালিতলা জাপার অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের লিলি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন নেতাকর্মীরা।।
কর্মসূচিতে বক্তব্যে দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগ সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়াতে চেয়েছিল সেই চাল এখন ৬০, ৭০ টাকা কেজি। ঔষধ চাল ডাল তেল গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আজকে মানুষের জীবন দুর্বিসহ হয়ে গেছে, এই মানুষের সুখে দুখে জাতীয় পার্টি পাশে থাকতে চায়। তিনি আরো বলেন, বঙ্গ বন্ধুর নৌকায় আজকে যেই সমস্ত লুটেরারা আছে তাদের দুর্র্নীতির বিচার না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি রাজপথ ছাড়বেনা। দেশের মানুষের পাশে থাকবে।
জেলা কমিটির সহ সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, সাইফুলাহ চৌধুরী, মহিলা বিষয়ক সস্পাদিকা রোকেয়া বেগম লাইজু, জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মমতেহাজ আলম,পৌর কমিটির সাধারন সম্পাদক শোয়েব ইফতেখার সোয়েব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান তুহিন জেলা কমিটির নেতা শফিক আহমেদ এং স্বে”ছাসেবক পার্টির সদস্য সচিব মীর মোহাম্মদ আনিসুজ্জামান মিলনসহ অন্যান্যরা।
বীরগঞ্জ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ ডিজেল কেরোসিন প্রেট্রোল ও অকটেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌর শহরের বিজয় চত্বরে উপজেলা পার্টির আয়োজনে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কারী মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি কাজী মঞ্জুর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ঢালী, উপজেলা নেতা মোঃ আবেদ আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ মোশারফ হোসেন, কাহারোল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমেছে আমদানি, হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ৪৯ কোটি ৮২ লাখ

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালক নিহত

পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেসির উদ্দেশে যা বললেন তার স্ত্রী

বীরগঞ্জ ফয়সাল অটো রাইস মিল শুভ উদ্বধন

দিনাজপুরে চেরাডাঙ্গী ফুলবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার হারাম-হালালের বিষয়টি মাথায় রেখে মানুষকে সুন্দর পথ রচনা করতে হবে